টাঙ্গাইল পৌর শহরের পোস্ট অফিসের সামনে একটি দ্রতগামী ট্রাকের চাপায় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার সকালে ভিক্টোরিয়া রোডে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরবিকুল ইসলাম।
তিনি বলেন, সকালে দ্রুত গতির একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তি সনাতন ধর্মের লোক বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব