দেশব্যাপী সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে রংপুরে ৪ জামায়াত কর্মীসহ ৭৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় এ অভিযান চালানো হয়।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারকৃত ৭৮ আসামি বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত। এদের মধ্যে মিঠাপুকুর থেকে তিন জামায়াতের কর্মী ও পীরগাছায় এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব