সিলেটে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ১৮ জনকে এবং জেলার আওতাধীন ১২ থানা পুলিশ ৫৩ জনকে গ্রেফতার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ তথ্য জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৬/ আফরোজ