রাজধানীর সোনারগাঁও হোটেলে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা হয়েছে।
বুধবার ঢাকার চতুর্থ সিনিয়র সহকারী জজ আদালতে এনপিপির পক্ষে মামলাটি দায়ের করেন বাবুল সরদার চাখারী। এরপর আদালত বাদির জবানবন্দি রেকর্ড করেন। মামলায় দু'জনকে বিবাদী করা হয়েছে।
আগামী ১৯ জুন সোনারগাঁও হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে মাহফিলের নিমন্ত্রণ পত্র প্রদান করছে দলটি।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/তুহিন/মাহবুব