রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বাস টার্মিনালে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের উপ-সম্পাদক রায়হান আহমেদ রিমেল এবং যাত্রাবাড়ী থাকা ছাত্রলীগের সভাপতি মোফাখের ইসলামের নেতৃত্বে ৪/৫ জন এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর পরই ভূক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করলে পুলিশ ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করে।
পুলিশ জানায়, এ ঘটনার পর রাতেই ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার শীর্ষ নেতারা যাত্রাবাড়ী থানায় উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। ছিনতাইয়ের টাকা ফেরত দিয়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই এবং ছাত্রলীগ নেতাদের আটকের কথা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব