বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পঞ্চমবাহিনীর লোক। তিন কারণে তার বিচার হওয়া উচিত। বুধবার সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এসময় রিজভী তিনটি কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রথম কারণ হলো তৎকালীন ৭২-৭৫ সালের কোনো এক সময় স্বারাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে নিরাপত্তা বাহিনীর দিকে ইনুর নেতৃত্বে জাসদের কিছু লোক গুলি ছুড়ে। নিরাপত্তা বাহিনীও পাল্টাগুলি ছুড়লে অসংখ্য জাসদের নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে ইনুর কারণে।
দ্বিতীয় কারণ, আমাদের দেশের সাবভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। এই বানিহীকে অস্থিতিশীল করতে লিফলেট ছাড়নো এবং নানাবিধ স্লোগান দেয়া। এভাবে একটা ভয়ংকর ঘটনার সৃষ্টি করা হয়।
আর তৃতীয় কারণ হলো, ভারতীয় হাইকমিশন আক্রমণ। এটি একটি মাস্টারপ্লানের অংশ ছিল ইনুর। অথচ আমাদের দেশে একটি কূটনৈতিক সংস্থার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী ও দেশের জনগণের। সেখানে যদি দেশে একটি রাজনৈতিক দল কূটনীতিক প্রতিষ্ঠানের ওপর হামলা করতে যায় তাহলে আগ্রাসনকে ত্বরান্বিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৬/ আফরোজ