দেশব্যাপী সাঁড়াশি অভিযানে রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা হয়রানিমূলকভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জঙ্গি ও আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পাশিপাশি যারা তাৎক্ষণিক নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে পারছে, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
এসময় চট্টগ্রামের এসপি বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব