যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন তৈল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ফারুক সিকদারকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার চার নন্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নইমুল ইসলাম রিজভী সাংবাদিকদের জানান, পিরোজপুরের নাজিরপুর থানার ছইলাবুনিয়া এলাকার আব্দুর রহমান সিকদারের ছেলে ফারুক সিকদারকে রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করানো হয়। রায় শুনে কাঠগড়ায় আসামি ফারুক হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। রায় ঘোষণার পরে মৃত্যুপরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া রায়ে অর্থদন্ডের টাকা ভিকটিমের উত্তরাধিকারীগণকে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে এ মামলায় ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি ফারুক সিকদারের সঙ্গে গাজীপুরের পলি আকতারের দেড় বছর আগে বিয়ে হয়। তারা রাজধানীর খিলগাঁও নন্দী পাড়ায় বসবাস করতেন। বিয়ের পর বিভিন্ন সময় যৌতুকের দাবিতে পলিকে মারধার করতেন আসামি ফারুক সিকদার। পরে ২০১৩ সালের ১৪ মার্চ আসামি ফারুক সিকদার যৌতুকের দাবিতে ভিকটিমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা করেন।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ