রাজধানীর পল্লবীতে সোহেল (২৫) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পল্লবী সেকশন ১২/রোড নং ২ এমডিসি স্কুলের উল্টোপাশের একটি নির্মাণাধীন ভবনের সাত তলার বাথরুমের সিলিং এর উপর থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। তাকে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন