বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'টার্গেট কিলিং পরিকল্পিত। এগুলো আওয়ামী লীগের লোকজনই করছে। এ কারণেই হাসিনা বলেছেন তিনি জানেন এসব কারা করছে। কারণ তার দলের লোকরাই এসবের সঙ্গে জড়িত।'
জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে আজ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খুনিদের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন বলেই তাদের ধরছেন না। বরং তাদের বিদেশে পাঠিয়ে দিচ্ছেন।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন