রাজধানীর শেরে-বাংলা নগরে র্যাব-২ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আইদুল ওরফে মামা সাগর (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত আইদুল কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ।
বুধবার দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
এর আগে রাত ২টার দিকে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে র্যাব-এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন আইদুল। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। এতে র্যাবের দুই সদস্যও আহত হন।
র্যাব সদর দপ্তরের মিডিয়ার সহকারী পরিচালক এসসপি মিজানুর রহমান ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব