রাজধানীর হাজারীবাগে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ১০টার দিকে তিনি ছুরিকাঘাতে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে ঝাউচর এলাকায় স্থানীয় মুন্সি স্বপন নামে এক ব্যক্তির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাসেল। এরই এক পর্যায়ে রাসেলের বুকে ও দুই পায়ে ছুরিকাঘাত করে স্বপন। রক্তাত্ব অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেল হাজারীবাগের কালীনগর এলাকায় থাকতেন। পেশায় বাস হেলপার। টাকা নিয়ে রাসেলের সঙ্গে স্বপনের বিরোধ চলে আসছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব