নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন বৃহস্পতিবার সকালে খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, মান্না বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ