ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। ঈদবাজারকে কেন্দ্র করে সক্রীয় হয়ে উঠেছে অজ্ঞানপার্টি। বুধবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ২৪ জন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় আটকদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (১৬ জুন) এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, 'বুধবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান করার কাজে ব্যবহৃত মেডিসিনসহ ২৪ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই অজ্ঞান পার্টির সদস্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।'
বিডি-প্রতিদিন/এস আহমেদ