রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাপায় নাজমুল হক (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলা সদরের হলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক ওই এলাকার রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করতো।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ভোরে ওই স্কুলছাত্র মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৬/শরীফ