রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য শিহাব ওরফে সাইফুল ওরফে সুমনকে গ্রেফতারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে উত্তরার কাছাকাছি বিমানবন্দর সড়ক থেকে শিহাবকে গ্রেফাতর করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।
তিনি বলেন, “প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।”
এর আগে, গত ১৯ মে এক নোটিসে শিহাবকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। তবে কোনো সাধারণ নাগরিকের তথ্যে ভিত্তিতে শিহাবকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব