প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ জুন মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ওই দিন সকাল ১০টায় এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন। একই দিন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় পর্যায় থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে। ২০২০ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ কাজ শেষ হবে।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব