রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় মোজাম্মেল হক নয়ন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহত নয়নের বন্ধু ওবায়দুল্লা জানান, সকালে মতিঝিল যাওয়ার উদ্দেশে ফার্মগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস নয়নকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে বেলা ১টার দিকে সে মারা যায়।
তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ