চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৮ হাজার পিস সিগারেটের একটি চালান আটক করেছে র্যাব-৭। এ সময় দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন্দর থেকে আমদানিকৃত এসব নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ১৬/ সালাহ উদ্দীন