নবীন-প্রবীণ সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির ইফতার মাহফিল।
বৃহস্পতিবার সাংবাদিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সকল শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিলটি পূর্ণতা পেয়েছে।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি সোহাইল মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ১৬/ সালাহ উদ্দীন