রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় রনি দি কস্টা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রনি গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার হ্যান্ডি দি কস্টার ছেলে। তিনি ফার্মগেটের তেজকুনিপাড়ায় থেকে রাজধানীর আবাসিক একটি হোটেলে কাজ করতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, রনি দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ