জঙ্গি ও সন্ত্রাসবিরোধী চলমান সাঁড়াশি অভিযানে রংপুরে জামায়াতের এক কর্মীসহ ৭৫ আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল দিবাত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার সবাই বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক একথা জানান। জঙ্গি ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযান চলছে। এরই অংশ হিসেবে এক জামায়াতকর্মীসহ ৭৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৬/শরীফ