চট্টগ্রামের বন্দরটিলায় কভার্ড ভ্যানের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ সকালে বন্দরটিলার দারুস সালাম মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিকশাআরোহী কহিনূর বেগম (৪৫) ও চালক মো. বাবুলও (৪৫)। এরা দুজনই নগরীর নিউমুরিং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি কভার্ড ভ্যান একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রিকশাআরোহী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার এএসআই খুরশীদ আলম জানান, চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-০২