বরিশাল নগরীর বান্দ রোড মেডিকেল সংলগ্ন নার্সিং কলেজের পুরাতন হোস্টেল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে নার্সিং কলেজের কয়েকজন ছাত্রী আহত হয়। আগুনে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে কয়েক ছাত্রী সামান্য আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-১০