জঙ্গিবাদ-গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াঁনোর আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, মানুষ খুন হবে, আতঙ্কের মধ্যে থাকবে, এটা কোন দেশ প্রেমিক মেনে নিতে পারে না। তাই আমাদের নীরব থাকলে হবে না।
তিনি শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গি তৎপরতা, গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের ১৯ জুন মানববন্ধন সফল করার লক্ষ্যে ‘যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন শাখা’ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল এর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ।
এছাড়া বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ডঃ আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, কেন্দ্রীয় যুবলীগের কাজী আনিছুর রহমান, সুভাষ চন্দ্র হাওলাদার, মিজানুল ইসলাম মিজু, মোহম্মদ ইসলাম, শাহাদাত হোসেন তসলিম, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, বিপুল ঘোষ শংকর, জোবায়েদুল হক রাসেল, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর উত্তরের ইসমাইল হোসেন, জাফর ইকবাল, জহিরুল ইসলাম মানিক, মজিবুর রহমান বাবুল, হারুন অর রশীদ ভুইয়া, খায়রুল উদ্দিন আহম্মেদ, শাহাদাত হোসেন সেলিম, এ এইচ এম কামরুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিনের মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, নাজমুল হোসেন টুটুল, মোরসালিন আহম্মেদ, জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, এমদাদুল হক এমদাদ প্রমূখ।
এসময় 'জঙ্গিদের পেছনে কারা' এমন প্রশ্ন তুলে ধরে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, মাদারীপুরের কলেজ শিক্ষক হত্যার চেষ্টা চালাতে গিয়ে একজন ঘাতক ধরা পড়েছে। সেই ঘাতক একজন শিবিরকর্মী। তিনি বলেন, ঢাকা থেকে মাদারীপুরে গিয়েছিল কিলিং মিশন বাস্তবায়ন করতে। যারা অসম্প্রদায়িক ভাবমূর্তিকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে নমনীয় হওয়ার কোন সুযোগ নাই বলে মন্তব্য করেন তিনি।
বর্ধিত সভার পুর্বে ঢাকা মহানগর নাট্যমঞ্চের সম্মুখে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী যুবলীগ কর্মীদের মাঝে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-১৫