চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা এলইডি লাইট ও টিভি কার্ড ভর্তি তিনটি কাভার্ড ভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার দুপুরে বন্দরের পাঁচ নম্বর গেইটে পণ্য খালাসের সময় মালামালসহ কাভার্ড ভ্যান তিনটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ নম্বর গেইট থেকে মিথ্যা ঘোষণায় আনা এলইডি লাইট ও টিভি কার্ড ভর্তি তিনটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। দেলোয়ার এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এলইডি লাইটের পার্টস আমদানির ঘোষণা দিয়ে উন্নতমানের বিভিন্ন ধরনের এলইডি লাইট ও টিভি কার্ডগুলো আমদানি করে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন