চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকা থেকে হত্যাসহ ৫ মামলার আসামি জামায়াত ক্যাডার মাশুকুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাশুক সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার এসআই মো. সিরাজ বলেন, হাশেম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মূল আসামি মাশুক। সে সাতকানিয়ায় সরকার বিরোধী আন্দোলনে যুক্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনের ৫টি মামলা আছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন