রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় নির্মল কুমার দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তেজগাঁও থানা পুলিশের কনস্টেবল আব্দুল বাতেন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন