চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ ২৬০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নগরী থেকে ১০১ জন এবং জেলার ১৬ থানা থেকে ১৫৯ জনকে আটক করা হয়। এছাড়া অভিযানে একটি এলজি বন্দুকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নগরী ও জেলার ১৬ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় ১০১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, একশ' লিটার চোলাই মদ, ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি ছোরা, ১টি রেঞ্চ, ১টি স্ক্রু ডাইভার, একটি টর্চলাইট উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় অভিযান চালিয়ে ১৫৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী, ওয়ারেন্টভুক্ত ১২৪ জন আসামি, পুলিশ আইনে ৩ জন এবং অন্যান্য ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অভিযানে একটি এলজি বন্দুক, ১ হাজার ৮৩ পিস ইয়াবাসহ বেশ কিছু গাঁজা উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব