আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২১ রমজানের মধ্যে পোশাক শিল্প শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে শ্রমিকরা এ দাবি জানান।
মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের ঘামেই এ দেশের সিংহভাগ ভাগ রফতানি আয় হয়। অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে প্রতি বছর রাজপথে নামতে হয়। কর্তৃপক্ষ কেউই এ দিকে খেয়াল রাখেন না; যা খুবই দুঃখজনক।
২১ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে তপর সাহা বলেন, এই সময়ে মধ্যে বেতন বোনাস পরিশোধ করলে, শ্রমিকরা তাদের পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করতে পারবেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব