ঢাকা মহানগরীতে কোনো রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নেই বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ধরনের বিশেষ ডিভাইস (Retroreflective) নম্বর প্রবর্তন করায় এমনটি সম্ভব হয়েছে বলে জানান তিনি।
আজ শনিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সানজিদা খানমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশ বিভাগও ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছ এবং এই কার্যক্রম অব্যাহত আছে।'
তিনি আরো বলেন, 'স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করায় ভুয়া লাইসেন্স ব্যবহারকারী চালকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যানবাহনে বিশেষ নম্বর প্রবর্তন করায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।'
মন্ত্রী আরো জানান, বিআরটিসির অধীনে ১০৪৫টি বাস চলমান রয়েছে। এর মধ্যে ১০৩৯ বাস বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করে। সংসদ সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ