রমজানে রাজধানীকে যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল (শুক্রবার) রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ২০৪টি গাড়িতে রেকার লাগিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিকের ৪টি বিভাগে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি জানায়, অভিযানে হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টো পথে চলাচল, কালো গ্লাস ব্যবহারের কারণে মোট ২ হাজার ৫২২টি মামলা দেওয়া হয়েছে। এগুলো থেকে মোট ২ লাখ ৮২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও গুরুত্বর অপরাধের কারণে ৩৯টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া ৪টি মোটরসাইকেল জব্দ ও মোটরসাইকেলের মেয়াদউত্তীর্ণ ইন্স্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোট ৮৭৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ