রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে রবিবার ধর্মঘটের ডাক দিয়েছেন ঢাকার মাংস ব্যবসায়ীরা।
শনিবার রাজধানীর হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আ. বারেক, সাধারণ সম্পাদক সামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, এজাজ আহম্মেদ বেহরশী, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে ধর্মঘটে যাচ্ছেন। এতে রবিবার কোনো মাংস বিক্রি হবে না।
মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রবিউল আলম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্মঘটের কারণে ক্রেতাদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব