চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৬০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সারা রাত নগরী ও জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, শুক্রবার জেলার ১৬ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১৫৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী, ওয়ারেন্টভুক্ত ১২৪ জন আসামি, পুলিশ আইনে ৩ জন এবং অন্যান্য ঘটনায় ৩ জনকে আটক করা হয়।
নগর পুলিশ জানায়, নগরীতে অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১০০ লিটার চোলাই মদ, ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন