চট্টগ্রামে পুলিশের গুলিতে করিম উদ্দিন নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার সকালে বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত করিম ওই এলাকার পুতুল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, একটি চায়ের দোকানে কয়েকজন যুবক তাস খেলছিল। এসময় অতর্কিত পুলিশ তাদের ওপর গুলি ছোঁড়ে। এতে করিম আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আসামী ধরতে ওই এলাকায় যায় পুলিশ। এসময় স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে মারধর করে। এসময় পুলিশ গুলি ছোড়ে। এতে একজন আহত হন।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন