চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষ পাঁচ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানানোর সময় ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িয়ে পড়া দু'গ্রুপ সিটি মেয়র আ জ ম নাছির ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারি অনুসারি হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন