রাজধানীর খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অজ্ঞত পরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দারিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব