রাজধানীতে ধর্মঘট পালন শুরু করেছেন সকল মাংস ব্যবসায়ীরা। স্থায়ী পশুর হাট গাবতলীতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে আজ তারা এ ধর্মঘট পালন করছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গাবতলীতে ইজারাদারের দুর্ব্যবহার ও অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ মাংস ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আজ ঢাকায় মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী মাংস ব্যবসায়ীদের কাছ থেকে গাবতলীতে প্রতিটি গরুর খাজনা ৫০ টাকা ও মহিষের খাজনা ৭০ টাকা নেওয়ার কথা। কিন্তু ইজারাদার ইচ্ছামত ৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক খাজনা আদায় করছে। নিরীহ ব্যবসায়ীদের পেলে আরও বেশি টাকা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-০৪