চট্টগ্রাম অভিযান চালিয়ে ১৮১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগর ও জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, শনিবার সারা রাত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জনকে আটক করা হয়। অভিযানে ১২৩৮ পিস ইয়াবা, বিপুল চোলাই মদ উদ্ধার করা হয়।
নগর পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সারা রাত নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৬৬ জনকে আটক করা হয়। অভিযানে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/শরীফ / আফরোজ