রাজধানীতে ৫ দিনব্যাপী বর্ষা মেলা ও কারুশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। আজ সকালে মতিঝিলের বিসিক ভবন চত্বরে বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মোস্তফা কামাল এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশীকাঁথা, তাঁত ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী।
মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের প্রায় ৬০টি স্টল রয়েছে। ৫ দিনব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-১২