রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী খালে দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে আরও একটি কার্টনভর্তি বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে ওই এসব ম্যাগাজিন খুঁজে পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক।
তিনি বলেন, ডুবুরি ইউসুফ ৩২টি ম্যাগাজিন ভর্তি একটি কার্টন উদ্ধার করেছেন। ঘটনাস্থলে এখনও ছয়জন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে, আগের দিন ওই খাল থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল। শনিবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি ও ১০টি বেয়নেট রয়েছে। এছাড়া পাওয়া গেছে ১০৪টি গুলি তৈরির ছাচ।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব