দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন করেছে ১৪ দল। আজ রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়ার মদদে জামায়াত-শিবির গুপ্তহত্যা চালাচ্ছে। নিজেদের অপরাধ আড়াল করতে বিএনপি নেত্রী সরকারের ওপর দোষ চাপাচ্ছে। তবে এমন হত্যাকাণ্ড চালিয়ে সরকারকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে আনা যাবে না।
বিডি-প্রতিদিন/১৯ জুন ২০১৬/শরীফ