চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়ার মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় রনিকে একমাত্র আসামি করা হয়। মামলায় ২২ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে চার্জশিট আদালতে সাধারণ নিবন্ধন শাখায় জমা দেন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন। রবিবার তা আদালতে উপস্থাপন করা হয়। চার্জশিট দেয়ার ফলে হাইকোট থেকে জামিন পেলেও আপাতত মুক্তি মিলছে না রনির।
আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার জেলা আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন। রবিবার সেটি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত চার্জশিট সিন করে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয় রনিকে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ