চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাদেমুল ইসলাম দুর্জয়, কণিক বড়ুয়া, জামাল উদ্দিন ও খন্দকার নাইমুল আজমসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিন ছাত্রলীগের মেয়র মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকালে চট্টগ্রাম কলেজে ক্যাম্পাসে মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের অনুসারীরা অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একে অপরকে ধাওয়া দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কলেজে ভাঙচুর করা হয়। এ সময় গুলিও ছোঁড়ে ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ