ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই উত্তরার খালে অস্ত্র ও গুলি মজুদ করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, উত্তরার খালে অস্ত্র ও গলি মজুদ রাখা গভীর ষড়যন্ত্রের অংশ। এটা সাধারণ অপরাধীদের কাজ নয়। দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তারাই এ অস্ত্র রেখেছিল। তিনি বলেন, এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধারকৃত অস্ত্রে কোন দেশের নাম ছিল না। শুধু সিরিয়াল নম্বর রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিনার মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৬/ আফরোজ