কেরানীগঞ্জে যৌন উত্তেজক চা ও পানীয়সহ মো. জহিরউদ্দিন (৪০) ও মো. জাহিদ শরিফ (১৯) নামের দুই আটক করেছে ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
রবিবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার নেকরোজবাগ ব্রিজের সামনে থেকে র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৯৬ বোতল যৌন উত্তেজক পানীয় ও ৯৩ প্যাকেট যৌন উত্তেজক চা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মালামাল পরিবহনের অভিযোগে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল (ঢাকা মেট্রো হ ৪৫-২০৮৪) জব্দ করা হয়।
সোমবার (২০ জুন) সকালে র্যাব সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদেরকে থানায় সোপর্দ করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় র্যাবের উপ-পরিদর্শক জাহিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ