যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অফিস দখল করাকে কেন্দ্র করে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।
এদিকে ঘণ্টাব্যাপী সংঘর্ষ এবং সড়ক অবরোধের ফলে ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২০ জুন ১৬/ সালাহ উদ্দীন