শেয়ার বাজার ও ব্যাংক কেলেঙ্কারির নায়কদের হাত যত বড়ই হোক সেটা রাষ্ট্রের চেয়ে বড় নয়। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ।
সোমবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গেয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আ.লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ব্যাংক খাত থেকে পনেরো হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংকে বড় ধরনের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। কারো কোন সাজা হয়নি।
পীর মিজবাহ বলেন, হলমার্ক কেলেঙ্কারিতে প্রতিষ্ঠানটির মালিক জেলে থাকলেও তার স্ত্রী জামিনে থেকে দাপটের সঙ্গে ব্যবসা চালাচ্ছে। দেশে আটশ কোটি টাকা রিজার্ভ চুরি হয়ে গেলেও সরকার নিশ্চুপ। এভাবে দেশ চলতে পারে না।
তিনি আরও বলেন, 'অর্থমন্ত্রী ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছেন। সেজন্যে বিনিয়োগ লাগবে। কিন্তু সেটা কিভাবে বাড়ানো যাবে। তার সুনির্দিষ্ট রূপরেখা তিনি দিতে পারেন নাই। বরং জনগনের ওপর করের বোঝা বাড়িয়েছেন আড়াইগুন বেশি। মোবাইলের ওপর মোবাইল সারচার্জ বাড়ানো হয়েছে। দেশে জনশক্তি রপ্তানী কমেছে। এভাবে অর্থনীতি টেকসই হবে না, দেশও চলতে পারেনা।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন