সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত আব্দুল আজিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, ওই শিক্ষার্থীকে আটকের বিষয়টি জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ। এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, 'তাকে পুলিশ নয়, গোয়েন্দাসংস্থা তথ্যর ভিত্তিতেই আটক করেছে। এর বেশি কিছু জানি না।'
আব্দুল আজিজের সহপাঠীরা জানান, আজিজ ২০১০-১১শিক্ষাবর্ষের ছাত্র। তবে ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের জন্য (আইইএলটিএস) সে এক বছর পড়ামুনা বন্ধ রেখেছিল। তার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। সে শহরের একটি বাসায় লজিং থাকত।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-২১