চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব চারটি ককটেল, একটি চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। গতকাল সোমবার রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: প্রাইভেট কার চালক মো. সিরাজ (৩০), মো. মানিক (৩২), মো. আমিন (৩০) ও মো. সাইফুল ইসলাম রাজু (২৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, আগ্রাবাদ হোটেলের সামনে ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে অবস্থান করার গোপন সংবাদে সোমবার রাতে হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় সুজুকি-মারুতি ব্রান্ডের একটি প্রাইভেট কারকে তল্লাশির জন্য থামানোর নির্দেশ দিলে গাড়ি থামিয়ে চালক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় গাড়ির চালক সিরাজসহ চারজনকে র্যাবের সদস্যরা আাটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে চারটি ককটেল, ১টি চাপাতি ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৬/ আফরোজ